প্রতিনিধি, নিকলী, আব্দুর রহমান রিপন : নিকলীতে পপি ডব্লিউ এলসিআর প্রকল্পের আয়োজনে সরকারি কর্মকর্তাদের সাথে গ্রামীণ কমিউনিটি পর্যায়ের নারী দলের নেত্রীদের লিংকেজ সভা দুপুরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোছা. পাপিয়া আক্তার এর সভাপতিত্বে আলোচনা সভার সঞ্চালনায় ছিলেন ফিল্ড অফিসার মো. মুসলেম উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নারী ও সাংবাদিকবৃন্দ। সরকারি সেবাসমূহ কমিউনিটি পর্যায়ে সহজে কিভাবে পাওয়া যাবে সেই বিষয়ে আলোচনা করা হয়। তাছাড়াও সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ ও ভ‚মিকা বিষয়েও আলোচনা করা হয়।