নিকলী প্রতিনিধ, আব্দুর রহমান রিপন :
নিকলীতে দুর্যোগ ঝুঁকিহ্রাস পরিকল্পনা বাস্তবায়নে এ্যাডভোকেসী কর্মশালার আয়োজন করে পপি। কিশোরগঞ্জের নিকলীতে বেসরকারি উন্নয়ন সংস্থা পপি ডখঈজ প্রকল্পের আওতাভুক্ত ইউনিয়ন সমূহের জন্য প্রস্তুতকৃত দুর্যোগ ঝুঁকিহ্রাস পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে এ্যাডভোকেসী কর্মশালা গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সজীব ঘোষের সভাপতিত্বে কর্মশালাটি বেলা ১১টা থেকে শুরু হয়ে দুপুর একটা পর্যন্ত স্থায়ী হয়।
উক্ত কর্মশালায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, ব্যাংক এনজিও প্রতিনিধি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুটি হাই স্কুলের প্রধান শিক্ষক ছাত্র প্রতিনিধি প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর মিস্টার সত্যেন্দ্র নাথ মিত্র প্রকল্পের মনিটরিং এন্ড ডকুমেন্টেশন অফিসার মিস্টার সুধাই রুদ্র এবং মিডিয়ার প্রতিনিধি সহ মোট ৩৫ জন অংশগ্রহণ করেন। সঞ্চালনায় ছিলেন প্রকল্প ফিল্ড অফিসার মো: মোসলেম উদ্দিন এবং মাল্টিমিডিয়ার মূল বিষয়বস্তু উপস্থাপন করেন প্রকল্প সঞ্চালনকারী মিস্টার সতেন্দ্র নাথ মিত্র।
উক্ত কর্মশালার উদ্দেশ্য ছিল প্রকল্পের কার্যক্রম সম্পর্কে অবগত করা, প্রকল্পভুক্ত তিনটি ইউনিয়নের দুর্যোগ ঝুকিহ্রাস পরিকল্পনা ও দুটি স্কুলের সেফটি পরিকল্পনা কর্মশালা শেয়ার করা এবং উক্ত পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে এ্যাডভোকেসি সভার মূলবিষয়বস্তু উপস্থাপনের পর প্রকল্প সমন্বয়কারী ইউনিয়ন এবং
স্কুল পর্যায়ে প্রস্তুতকৃত দুর্যোগ ঝুকিহ্রাস পরিকল্পনা ও স্কুল সেফটি পরিকল্পনা বাস্তবায়নে অংশগ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠান, এনজিও ও উপজেলা প্রশাসনের কাছে সহযোগিতা প্রদানের জন্য আহ্বান জানান। অতঃপর এ বিষয়ে মুক্ত আলোচনায় অংশগ্রহণ করে ইতিবাচক সাড়া প্রদানের জন্য সকলকে অনুরোধ করেন।
পরিশেষে কর্মশালার সভাপতি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সমাপনী বক্তব্য প্রদান করেন। তিনি প্রকল্পভুক্ত স্কুলগুলোতে বড় আকারের প্রোগ্রাম আয়োজন করা এবং রিমোট এরিয়ায় আরো কিছু স্কুল প্রকল্পে অন্তর্ভুক্ত করার জন্য প্রজেক্ট ম্যানেজমেন্টকে অনুরোধ করেন। পাশাপাশি উপস্থিত সকলকে ইউনিয়ন সমূহের দুর্যোগ ঝুঁকিহ্রাস পরিকল্পনা ও স্কুল সেফটি পরিকল্পনা বাস্তবায়নের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ করেন।