নিকলী প্রতিনিধ, আব্দুর রহমান রিপন :
কিশোরগঞ্জের নিকলীতে যৌন হয়রানীর অভিযোগ ওঠা প্রধান শিক্ষক আসাদুজ্জামান সেলিমের দৃষ্টান্তমূলক বিচারে দাবিতে ২৫ নং জারইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিভাবকগণ ও এলাকাবাসী ২৩ ডিসেম্বর সোমবার সকাল ১১ ঘটিকায় মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এসময় অভিভাবক ও এলাকাবাসী বলেন, প্রধান শিক্ষক আসাদুজ্জামান সেলিম একজন লম্পট, তিনি বিভিন্নভাবে ছাত্রীদের উত্ত্যক্ত করে এই শিক্ষক স্কুলে থাকলে আমাদের মেয়েরা আর স্কুলে যাবে না। তাই প্রধান শিক্ষককে চাকুরিচ্যুত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।