প্রতিনিধি নিকলী ঃ নিকলীতে প্রাণিসম্পদ প্রদর্শণী-২০২৪ এর উদ্বোধন করা হয়েছে গতকাল দুপুর ১২টায় নিকলী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে প্রদর্শণীটির আয়োজন করা হয়। প্রাণিসম্পদ ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় নিকলী উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাক্তার মোঃ আব্দুর রউফের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা: পাপিয়া আক্তার। এ সময় উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোঃ আবু হানিফ ভেটেরিনারি সার্জন ডাক্তার কে এম তানজির নাঈম, সাংবাদিক আব্দুর রহমান রিপন জয়দেব আচার্য, মো: হাবিব মিয়া সহ নিকলী উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে আগত খামারীগণ। এ প্রদর্শণীতে বিভিন্ন প্রজাতির প্রাণিদের মোট ৩২টি স্টলের আয়োজন করা হয় উক্ত প্রদর্শণীতে চারটি ক্যাটাগরিতে মোট ১০জন খামারিকে প্রথম দ্বিতীয় তৃতীয় পুরস্কার প্রদান করা হয় বাকি খামারিদের সান্তনা পুরস্কার দেওয়া হয়।