প্রতিনিধি, নিকলী, আব্দুর রহমান রিপন : কিশোরগঞ্জের নিকলীতে শতভাগ বিভাগীয় পদোন্নতিসহ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড এবং প্রধান শিক্ষকদের নবম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন। উপজেলার প্রাথমিক বিদ্যালয় শিক্ষকগণ মানববন্ধনটি গতকাল বুধবার বিকেলে উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপ‚র্ণ রাস্তা প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি খায়রুল আলম, সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন শামীম, সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন, প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেন, বিপ্লব দেবনাথ, বিন কাসেম, মো. এনামুল হক, নাজিমুদ্দিন, আনোয়ার সাদাত, মোছা. শান্তা মো. আব্দুর রব ফাইজুল কবির আসাদুজ্জামান সেলিমসহ বিভিন্ন স্কুলের সহকারী শিক্ষক ও সাংবাদিকবৃন্দ।
মানববন্ধন কর্মসূচী শেষে আলোচনায় শিক্ষকগণ বলেন একটি জাতির শিক্ষার ম‚ল ভিত্তি হলো প্রাথমিক শিক্ষা আর প্রাথমিক শিক্ষকরাই মানুষ গড়ার কারিগর হিসেবে কাজ করে। সরকারি মাধ্যমিক বিদ্যালয় নার্স ইউনিয়ন পরিষদের সচিব পুলিশের এসআই সহকারী কৃষি অফিসার সরকারি বিভিন্ন দপ্তরের স্নাতক সমমান কর্মকর্তা নিয়োগে দশম গ্রেড করা হয়েছে তাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্য দ‚রীকরণে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দশম গ্রেড এবং প্রধান শিক্ষকদের নবম গ্রেড বাস্তবায়নের জোর দাবি জানান।