আব্দুর রহমান রিপন, নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের নিকলীতে বীর বিক্রম মতিউর রহমান ফুটবল টুর্নামেন্টে নিকলী কিশোর ক্লাব বনাম করগাও একাদশের ফাইনাল খেলাটি গতকাল শনিবার বার বিকাল ৪টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রিয় সংসদের সাবেক ছাত্রনেতা মো: রফিকুল ইসলাম রাজন। টুর্নামেন্টের ফাইনল ম্যাচ উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা মুরশিদ আলী মাস্টার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ মানিক মিয়া, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তারিকুজ্জামান পার্নেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি সৈয়দ তারিক উদ্দিন সুজন, উপজেলা যুবদলের আহবাক আব্দুল মান্নান, বিএনপি নেতা কামরুল হাসান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো: খাইরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মেম্বার, নিকলী উপজেলা বিআরডিবি’র সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন, বিএনপি নেতা মোঃ মিয়া হোসেন।
আমাদের দেশীয় সংস্কৃতিকে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেয়ার লক্ষ্যে বীর বিক্রম মতি রহমান স্বরণে প্রতিবছর এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। ফাইনাল খেলায় নিকলী কিশোর ক্লাবকে ১-০ গোলে পরাজিত করে করগাও একাদশ বিজয়ী হয়েছে।