প্রতিনিধি, নিকলী (কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের নিকলীতে পিস ফেসিলিটেটর গ্রুপ ইয়ূথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের আয়োজনে বৈষম্যহীন নতুন বাংদেশ বিনির্মাণে অহিংস অবস্থান ও সামাজিক সম্প্রীতির গুরুত্ব বিষয়ক তারুণ্যের ভাবনা নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে জয়দেব ঠাকুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আক্তার।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জি এস সেলিম রেজা।নুরুল ইসলাম মডেল কলেজের অধ্যক্ষ আনেয়ার হোসেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আরাধন কুমার দেব, মুক্তিযোদ্ধা আদর্শ সরকারি কলেজের প্রভাষক খাইরুল আলম, শহীদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শাফী উদ্দিন, দ্য হাঙ্গার বাংলাদেশের মোঃ আখতারুজ্জামান সহ যুব-যুবতী ও সাংবাদিকবৃন্দ।
সেমিনার সঞ্চালনায় ছিলেন পি এফ জির কো অর্ডিনেটর রাখী গোপাল। এ সময় আলোচকগণ বলেন, তরুণদের দায়িত্বশীল হতে হবে, পড়ালেখার পাশাপাশি পার্ট টাইম কাজের প্রতি গুরুত্ব দিতে হবে সর্বোপরি দেশের প্রতি ভালোবাসা রাখতে হবে পারিবারিক ও নেতিক শিক্ষা থাকতে হবে পড়ালেখা করে সার্টিফিকেট অর্জন করলেই হবে না আমাদেরকে ভাল মানুষ হতে হবে।