প্রতিনিধি নিকলী : নিকলীতে বৈষম্য বিরোধী ছাত্রদের শান্তি মিছিল গতকাল সকালে মুক্তিযোদ্ধা আদর্শ কলেজ থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপ‚র্ণ রাস্তা প্রদক্ষিণ করে পুনরায় কলেজ মাঠে এসে শেষ হয়। এ বিষয়ে জানতে চাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আশিক এ প্রতিনিধিকে বলেন, দেশি-বিদেশি অপশক্তির বিরুদ্ধে সর্বসাধারণকে সোচ্চার থাকার জন্য ও দেশের শান্তি শৃংখলা বজায় রাখার লক্ষ্যে আমাদের এই শান্তি মিছিল। এই মিছিলটি আমরা শান্তি প‚র্ণভাবে শেষ করতে পেরেছি। দেশের উন্নতি ও অগ্রগতি বজায় রাখার লক্ষ্যে আমরা সর্বদা সোচ্চার থাকবো আমাদের দেশের শান্তি-শৃংখলা বিনষ্ট হতে দেব না।