ভ্রাম্যমাণ প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নিকলীতে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে নিকলী উপজেলা প্রশাসন, রাজনৈতিক দলসমূহ, রাষ্ট্র সংস্কার আন্দোলন, শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও সমন্বয় পরিষদ, বীর বিক্রম পরিবারবর্গ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠণ পৃথক পৃথক কর্মসূচির আয়োজন করে।
নিকলী উপজেলা প্রশাসন আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল- চিত্রাংকন ও দেয়ালিকা প্রতিযোগিতা, পুস্পস্তবক অর্পণ, আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, শহিদ মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহতসহ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, মসজিদ-মন্দিরে শহিদ মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তি কামনায় দোয়া-প্রার্থনা, হাসপাতাল-এতিমখানায় উন্নতমানের খাবার বিতরণ, মহিলাদের অংশ গ্রহণে ক্রীড়া অনুষ্ঠান, প্রীতি ফুটবল ম্যাচ, হা-ডু-ডু খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
নিকলী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আক্তার। নিকলী উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, তাঁতী দল ও জাসাস বিভিন্ন কর্মসূচি পালন করে। নিকলী উপজেলা বিএনপি পুস্পস্তবক শেষে এক বর্ণাঢ্য র্যালীর আয়োজন করে।
র্যালী শেষে নিকলী বিএনপি অফিসের সামনে উপজেলা বিএনপি’র আহবায়ক অ্যাডভোকেট বদরুল মোমেন মিঠুর সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক আতিকুল ইসলাম তালুকদার হেলিম। বাংলাদেশ জামায়াতে ইসলাম নিকলী উপজেলা শাখা এক বর্ণাঢ্য র্যালীর আয়োজন করে। র্যালীটি নিকলীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিকলী নতুন বাজারে এক আলোচনা সভার আয়োজন করে। নিকলী উপজেলা জামায়াতের আমীর মোঃ আবুল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক শামছুল আলম সেলিম ও নিকলী উপজেলা জামায়াতের সাবেক আমীর মোঃ মতিউর রহমান।