প্রতিনিধি, নিকলী, আব্দুর রহমান রিপন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নিকলী উপজেলা শাখার উদ্যোগে ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার দুপুরে শহিদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয়ে উক্ত মেডিকেল ক্যাম্পটি অনুষ্ঠিত হয়। এবছর আনন্দ কর্মস‚চি বাদ দিয়ে উপজেলা যুবদল এই মানবিক কর্মস‚চি গ্রহণ করেছে। এই কর্মস‚চিতে প্রায় কয়েকশ মানুষকে সেবা প্রদান করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হুমায়ুন কবির তার সহযোগীদের নিয়ে রোগীদের প্রাথমিক চিকিৎসা শেষে বিনাম‚ল্যে ঔষধ বিতরণ করেন। মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল মান্নান।
আলোচনা সভায় বক্তব্যে যুবদল নেতৃবৃন্দ বলেন, সামনে আমাদের অনেক বড় লড়াই-সংগ্রাম। আমাদের অর্জিত বিজয়কে রক্ষা করতে হবে। তাই যুবদলের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি রুখে দিতে হবে। যুবদল সমস্ত সন্ত্রাস অন্যায় প্রতিহত করবে কোন প্রকার বিশৃঙ্খলা প্রশ্রয় দেবে না।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য-সচিব সাইফুল ইসলাম, জেলা যুবদলের সদস্য কামরুল হাসান, যুগ্ম-আহবায় রফিকুল ইসলাম লিটন, যুগ্ম-আহবায়ক প্রিন্স মাহমুদ তুহিন, যুগ্ম-আহবায়ক আরিফ হোসেন, যুব দলের সদস্য মোজাম্মেল হকসহ যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। এছাড়াও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।