ভ্রাম্যমাণ প্রতিনিধি, মো. আবু জামান : নিকলী উপজেলা সদর বাজারসহ অন্যান্য হাটবাজারে অসহনীয় পর্যায়ে ঠেকেছে সবজির দাম। এতে চরম বিপাকে পড়েছে কৃষক, শ্রমিক, দিনমজুর ও মধ্যবিত্ত আয়ের মানুষ। নিত্যপ্রয়োজনীয় সবজির দাম বেড়ে যাওয়ায় খাদ্য তালিকা কাটছাঁট করতে বাধ্য হচ্ছে সাধারণ মানুষ।
গতকাল সোমবার নিকলী পুরান বাজার ও নতুন বাজারের কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, এক সপ্তাহের ব্যবধানে সবজির দাম কেজিতে ২০ থেকে ১০০ টাকা পর্যন্ত বেড়েছে। কাঁচা মরিচ ৪০০ থেকে ৫০০ টাকা, টমেটো ১৫০ থেকে ২২০ টাকা, গাজর ১৪০ থেকে ১৬০ টাকা, বেগুন ৮০ থেকে ১২০ টাকা, মুলা ৬০ থেকে ১০০ টাকা, পটোল ৬০ থেকে ১০০ টাকা, ঝিঙা ৮০ থেকে ১০০ টাকা, করলা ৮০ থেকে ১২০ টাকা, লাল শাক, মুলা শাক, কলমি শাক, পালং শাক ডাটা শাক আটি প্রতি ১৫ থেকে ২০ টাকা বেড়েছে।
নিকলী পুরান বাজার ও নতুন বাজারের একাধিক ব্যবসায়ী জানান, আড়ৎ থেকে বেশি দামে কিনতে হয়, তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে। নিকলী নতুন বাজারে সবজি ক্রেতা পূর্বগ্রামের তাজুল ইসলাম জানান, আমাদের এলাকার বেশিরভাগ মানুষ গরিব, সবজির দাম বেশি হওয়ায় তালিকা ছোট করতে হচ্ছে।
এ ব্যাপারে নিকলী উপজেলা নির্বাহী অফিসে যোগাযোগ করে জানা যায়, বাজার নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট কার্যক্রম সব সময় চালু আছে, বর্তমানে বাজার মনিটরিং কার্যক্রম আরও গতিশীল করা হবে।