মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১০:১৩ পূর্বাহ্ন

নিকলীতে শীত উপেক্ষা করেবোরো ধান রোপণে ব্যস্ত কৃষক

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ৬ Time View

নিকলী প্রতিনিধি, আব্দুর রহমান রিপন : নিকলী উপজেলার হাওর অঞ্চলে শীত উপেক্ষা করে এখন বোরো ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। কৃষি প্রধান এই অঞ্চলে শাক-সবজি, সরিষা খিরা ও ভুট্টার চাষ হলেও অর্থকরী ফসল হিসেবে বোরো ধানই একমাত্র ভরসা। বন্যার পানি নেমে যাওয়ার পর থেকেই বোরো চাষের জন্য জমিতে আগাছা পরিস্কার করে প্রস্তুত করে রেখেছিল কৃষক। এখন শুরু করেছেন বোরো ধানের চারা রোপণ।
উপজেলা কৃষি অফিসের তথ্যমতে নিকলী উপজেলার হাওর অধ্যুষিত নিকলী সদর, দামপাড়া, গুরুই, সিংপুর, কারপাশা, জারুইতলা ও ছাতিরচর হাওরে প্রায় ১২ হাজার একর জমিতে বোরো ধানের চারা লাগানো হয়েছে।
সরেজমিনে দেখা যায়, নিকলী উপজেলার বড় হাওর, বরুলিয়া, জোয়ানশাহী, পাগলারচর, রবিরচর, পরানেরচর ও কুর্শা এলাকার বিভিন্ন মাঠে শীতকে উপেক্ষা করে কৃষি জমিতে বোরো চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। শীতের সকাল থেকে বিকেল পর্যন্ত মাঠে মাঠে চলছে হাল-চাষ, মই টানা, সার প্রয়োগ, জমির আইল নির্মাণ, পানি সেচ, বীজতলা থেকে চারা তোলা ও রোপণ।
নিকলী উপজেলার হিমপুর ইউনিয়নের কৃষক মো. আলমাস মিয়া জানান, আমার এক একর জমিতে ভুট্টা চাষ করেছি বাকি ছয় একর জমিতে আগাম জাতের ইরি-বোরো ধান রোপণ প্রায় শেষের পথে আবহাওয়া ভালো থাকলে প্রতি একর জমিতে ধান পাওয়া যাবে প্রায় ৭০ মণ। ধানের বাজার ম‚ল্য ভালো পাওয়াই এবছর গত বছরের চেয়ে চার একর জমি বেশি রোপণ করেছি।
উপজেলা কৃষি অফিস স‚ত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে নিকলীতে ৩৫ হাজার ৭০ একর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কয়েক দিন ধরে চলছে চারা রোপণের কাজ। এ পর্যন্ত প্রায় ১৮হাজার একর জমিতে চারা রোপণ করা হয়েছে। এ এলাকায় সাধারণত ব্রিধান-২৯ এছাড়াও উন্নত ৫০. ৫৮, ৬৪, ৮১, ৮৪, ৮৯, ৯২, ৯৬ জাতের ধান চাষ করা হচ্ছে।
উপজেলা কৃষি অফিসার সাখাওয়াত হোসেন জানান, চলতি মৌসুমে বোরো ধানের চারা রোপণ শুরু হয়েছে। ধানের দাম ভাল থাকায় বর্তমান সময়ে বোরো ধানের চাষ করে কৃষক লাভবান হচ্ছেন। সরকারি ভাবে এ মৌসুমে উপজেলার ২ হাজার ১শ কৃষককে ধান বীজ দেওয়া হয়েছে।

আপডেট সংবাদ পেতে শতাব্দীর কন্ঠ পড়ুন, শেয়ার করে সাথে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
All rights reserved © Shatabdir Kantha . Developed by SDTT Academy & Tech Liberty