স্টাফ রিপোর্টার : শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী। গতকাল সোমবার দেশের সনাতন ধর্মাবলম্বীরা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসাহের মধ্য দিয়ে জন্মাষ্টমী উৎসব উদযাপন করছেন। এ উপলক্ষে নিকলীতে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলার কেন্দ্রীয় হরিসভা বড়হাটি সাহাপাড়ায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বক্তারা বলেন, পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই অসুরশক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে। দুষ্টের দমন করতে এভাবেই যুগে যুগে ভগবান মানুষের মাঝে নেমে আসেন এবং সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা করেন বলে সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন।
এসময় নিকলী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী সার্বজনীন উদযাপন কমিটির আহবায়ক তাপস কুমার সাহার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল। বিশেষ অতিথি কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক হাজী মাসুক মিয়া।
প্রধান বক্তা নিকলী উপজেলা বিএনপি’র আহ্বায়ক অ্যাডভোকেট বদরুল মোমেন মিঠু ছাড়াও বক্তব্য রাখেন নিকলী উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মানিক মিয়া। অনুষ্ঠান পরিচলনা করেন নিকলী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী সার্বজনীন উদযাপন কমিটির সদস্য সচিব রমন স‚ত্রধর।