প্রতিনিধি, নিকলী, আব্দুর রহমান রিপন : নিকলীতে নবজাগরণ সমাজকল্যাণ ফাউন্ডেশন ও উপজেলা প্রশাসনের আয়োজনে সেমিনার ও কুইজ প্রতিযোগিতা গতকাল দুপুরে জেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সেমিনার উদ্বোধন করেন সহকারী অ্যাটর্নি জেনারেল জামিউল হক ফয়সাল, প্রধান অতিথি ছিলেন নবজাগরণ সমাজকল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আশিকুর রহমান আশিক। কুইজ প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আরাধন কুমার দেব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. পাপিয়া আক্তার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ সরকারি কলেজের অধ্যক্ষ দীপক কুমার বিশ্বাস, শহিদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মো. সাফি উদ্দিন, জারইতলা স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক বেলায়েত হোসেন বাদল, মজলিশপুর শহিদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. হোসেন আলী, দামপাড়া কারার মহাতাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, নিকলী থানা অফিসার ইনচার্জ কাজী আরিফ উদ্দিন ও সাংবাদিকবৃন্দ।
ছাত্রদের দিকনির্দেশনামূলক বিশেষ বক্তব্য রাখেন কিশোরগঞ্জ স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাবেক পরিচালক এম জুবায়ের আহমেদ, সঞ্চালনায় ছিলেন দুর্জয় হাসান শুভ, কুইজ প্রতিযোগিতায় উপজেলা সকল মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন প্রায় তিন হাজার প্রতিযোগীর মধ্য থেকে ৪০০ জনকে প্রাথমিকভাবে বাছাইয়ের পর চ‚ড়ান্ত পরীক্ষায় ৩০ জনকে নির্বাচিত করা হয়।
এদের মধ্যে প্রথম স্থান অধিকারকারীকে একটি ল্যাপটপ ও বাকি ২৯ জন ছাত্র-ছাত্রীকে ক্রেস্ট ও বিভিন্ন বই উপহার দেওয়া হয়। এ সময় বক্তাগণ ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে ভবিষ্যৎ দিকনির্দেশনাম‚লক বক্তব্য রাখেন।