নিকলী প্রতিনিধি, আব্দুর রহমান রিপন : নিকলীতে আব্দুল জব্বার আইডিয়াল স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল বুধবার সকাল ১০টায় বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। বীর মুক্তিযোদ্ধা সাবেক যুদ্ধকালীন কমান্ডার মোজাম্মেল হক আবীর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও নিকলী উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট বদরুল মোমেন মিঠু।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন আব্দুল জব্বার আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মো. শওকত রানা, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সদস্য আবুল হাসেম, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক রকিবুল হাসান রাজন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মোজাম্মেল হক সাজু, সাংবাদিক আব্দুর রহমান রিপনসহ ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।
বক্তাগণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পুঁথিগত বিদ্যার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হয়ে ভবিষ্যতে সেরা ক্রীড়াবিদ হওয়ার জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। প্রতিষ্ঠানের ভালো ফল অর্জনে শিক্ষকদের ফলপ্রসূ পাঠদানে আরও অধিক যতœবান হওয়া এবং শিক্ষার্থীদের পড়াশোনায় আরও বেশি মনোযোগী হওয়ার আহ্বান জানানো হয়।
এসময় বিদ্যালয়ের পরিচালক মো. শওকত রানা বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী ও উদ্বুদ্ধ করে তুলতে শ্রেণীভিত্তিক মেধা স্থান অর্জনকারীদের পুরস্কার এবং শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতির জন্য উৎসাহ ব্যঞ্জন পুরস্কার প্রদান করা হয়। পরিশেষে তিনি সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।