নিকলী, প্রতিনিধি (কিশোরগঞ্জ) আব্দুর রহমান রিপন : নিকলীতে কেন্দ্রীয় হরিসভার কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান হয়েছে। কিশোরগঞ্জের নিকলীতে কেন্দ্রীয় হরিসভার নবঘটিত কার্যকরী কমিটির অভিষেক গতকাল শনিবার দুপুর ১২টায় কেন্দ্রীয় হরিসভায় অনুষ্ঠিত হয়েছে।
নিকলী কেন্দ্রীয় হরিসভার সভাপতি তাপস সাহা অপুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নিকলী উপজেলা শাখার সভাপতি বিপুল দেবনাথ, মুক্তিযোদ্ধা আদর্শ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দীপক কুমার বিশ্বাস, নিকলী জিসি মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সনজিত কুমার সাহা, সহ-সভাপতি রমন কুমার সূত্রধর, সাধারণ সম্পাদক স্বপন সাহা, সহ-সভাপতি বৃন্দ যুগ্ম সাধারণ সম্পাদক বৃন্দ সম্মানিত সদস্য ও সাংবাদিকবৃন্দ।
এ সময় আলোচনায় বক্তাগন বলেন, আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি অতীতে যেমন ভাল ছিল বর্তমানেও তা ভালো আছে, ভবিষ্যতেও আমাদের এই সম্প্রীতি অব্যাহত থাকবে। তারা আরো বলেন, আসছে দুর্গাপূজায় আমরা যেন স্বতঃস্ফূর্তভাবে আমাদের পূজার অনুষ্ঠান পালন করতে পারি এবং সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে দুষ্কৃতিকারীরা যাতে দুর্বোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। পুজোয় দেশ ও জাতির কল্যাণে বিশেষ প্রার্থনা করা হবে।