ভ্রাম্যমান প্রতিনিধি, মো. আবুজ্জামান : সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ঘিরে প্রতিমা তৈরির কাজ শেষ হলেও প্রতিমার গায়ে রঙের আচঁড় দেয়া কোথাও শুরু করেছে আবার কোথাও শুরু করার প্রস্তুতি গ্রহণ করেছে। রং তুলিতে প্রতিমার অবয়ব ফুটিয়ে তৈরিতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। চলছে মন্ডপে সাজ সজ্জার কাজও।
নিকলী উপজেলায় এবার ১৩টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। নিকলী উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কার্তিক সূত্রধর বিষয়টি নিশ্চিত করেছেন। পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, এবছর নিকলী সদর ইউনিয়নে ৯টি, দামপাড়া ইউনিয়নে ৩টি ও গুরুই ইউনিয়নে ১টিসহ মোট ১৩টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
গত বছর এ উপজেলায় মোট ১৯টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিল। নিকলী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিপুল দেবনাথ বলেন, নিকলী উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ সভাকক্ষে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৪ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভায় পূজা মন্ডপ ও দর্শনার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতসহ উৎসবমূখর পরিবেশে পূজা উদযাপনের বিষয়ে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করেছেন।
সনাতনী পঞ্জিকা মতে এবার দেবী দুর্গা দোলায় বা পালকিতে আগমন ও গজে (হাতি) গমন করবেন। আগামী ৯ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে ৫ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে এবং ১৩ অক্টোবর প্রতিমা বির্সজনের মধ্য দিয়ে দুর্গাপূজা শেষ হবে।