ভ্রাম্যমাণ প্রতিনিধি : নিকলী উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের দ্বি-বার্ষিক সম্মেলন গতকাল শুক্রবার নিকলী জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী কৃষক দল ময়মনসিংহ বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা কৃষক দলের আহবায়ক অ্যাডভোকেট মাজহারুল ইসলাম সম্মেলনের উদ্বোধন করেন।
বিএনপি’র কার্যনির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপি’র সহ-সভাপতি ও বাজিতপুর উপজেলা বিএনপি’র আহবায়ক শেখ মজিবুর রহমান ইকবাল সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক হাজী মোঃ মাসুক মিয়া।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও নিকলী উপজেলা বিএনপি’র আহবায়ক অ্যাডভোকেট বদরুল মোমেন মিঠু। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সদস্য সচিব ওবাইদুল্লা ওবায়েদ।
বক্তব্য রাখেন- নিকলী উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এপিপি মোঃ মানিক মিয়া অ্যাডভোকেট, তাপস সাহা অপু, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক সাইফুল আলম আলমগীর, সালাউদ্দিন খান ছোটন, নিকলী উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আতিকুল ইসলাম তালুকদার হেলিম, মোঃ হারুন অর রশিদ, ইঞ্জিনিয়ার পরশ মাহমুদ ও এপিপি মোঃ জিল্লুর রহমান অ্যাডভোকেট, স্পেশাল পিপি অ্যাডভোকেট এ, এম সাজ্জাদুল হক।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিকলী উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ডাঃ মোঃ কফিল উদ্দিন, যুগ্ম আহবায়ক হারুন অল কাইয়ুম, মোঃ সাইফুল ইসলাম, কারার ইকতার আহমেদ আরিফ, শামীম আল মামুন, জাতীয়তাবাদী যুবদল নিকলী উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নিকলী উপজেলা শাখার আহবায়ক কমিটির সদস্য আসাদুজ্জামান মানিক, উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মোঃ কামরুল ইসলাম, জাতীয়তাবাদী যুবদল নিকলী উপজেলা শাখার আহবায়ক মোঃ আব্দুল মান্নান ও সদস্য সচিব মোঃ সাইফুল ইসলাম,
জাতীয়তাবাদী ছাত্রদল নিকলী উপজেলা শাখার সাবেক সভাপতি মোঃ খাইরুল ইসলাম,
জাতীয়তাবাদী শ্রমিক দল নিকলী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ হামিদুর রহমান সবুজ, জাতীয়তাবাদী তাঁতী দলের আহবায়ক রফিকুল ইসলাম স্বাধীন, সদস্য সচিব রুবেল মাহমুদ, জাতীয়তাবাদী ছাত্রদল নিকলী উপজেলা শাখার ভারপ্রাপ্ত আহবায়ক হৃদয় হাসান, জাসাস নিকলী উপজেলা শাখার আহবায়ক শেখ রানা ও সদস্য সচিব তানভীর হোসেন প্রান্ত।
বক্তাগণ বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের খুন, গুম, লুটতরাজসহ প্রশাসনকে দলীয় ক্যাডারে পরিণত করে অবৈধ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় ঠিকে থাকার সমালোচনা করেন এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচার ও বাস্তবায়নের জন্য বিএনপি ও অঙ্গসংগঠণ সমূহের নেতা-কর্মীদের কাজ করে যাবার উদাত্ব আহবান জানান। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী কৃষক দল নিকলী উপজেলা শাখার আহবায়ক মোঃ নজরুল ইসলাম।