ভ্রাম্যমাণ প্রতিনিধি, মো. আবু জামান : আজ মঙ্গলবার নিকলী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নিকলী উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন। সম্মেলনকে ঘিরে উপজেলা জুড়ে উৎসাহ উদ্দীপনা ও উৎসবের আমেজ বিরাজ করছে। মঞ্চসহ সম্মেলনস্থল জমকালো সাজে সাজানো হয়েছে। তোরণ, ব্যানার, পেস্টোনে আশপাশের এলাকা ছেয়ে গেছে। ২০০৯ সালে নিকলী উপজেলা বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এরপর এ কমিটি ভেঙ্গে ২০২২ সালে আহবায়ক কমিটি গঠন করা হয়। দীর্ঘ বিরতির পর সম্মেলন হওয়ায় উপজেলা জুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
কে কে দলের নেতৃত্বে আসছেন এ নিয়ে হাট, বাজার চা-এর দোকানসহ সর্বত্রই আলোচনা চলছে। সম্মেলনে এখন পর্যন্ত সভাপতি পদে ৪ জন ও সাধারণ সম্পাদক পদে ৭ জন পদ প্রত্যাশী হয়ে উপজেলার ৭টি ইউনিয়নের ওয়ার্ড ও ইউনিয়ন কাউন্সিলরদের কাছে ভোট প্রার্থনা করে মাঠ চষে বেড়িয়ে সফলতা পাবার আশায় নিরবিচ্ছিন পরিশ্রম করে যাচ্ছেন।
সভাপতি পদে জেলা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক ও নিকলী উপজেলা বিএনপি’র আহবায়ক অ্যাডভোকেট বদরুল মোমেন মিঠু, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক শফিকুল আলম রাজন, নিকলী উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. মানিক মিয়া ও নিকলী উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ডা. মো. কফিল উদ্দিন প্রার্থী হয়েছেন। সাধারণ সম্পাদক পদে নিকলী উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও নিকলী উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক আতিকুল ইসলাম তালুকদার হেলিম, স্পেশাল পিপি ও নিকলী উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট এ.এম ছাজ্জাদুল হক (সাজ্জাদ), জেলা কৃষক দলের যুগ্ম-আহবায়ক ও নিকলী উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক তাপস সাহা অপু, নিকলী উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ রতন, নিকলী উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, নিকলী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বাজিতপুর সরকারি কলেজের সাবেক জিএস বদরুল আলম বাচ্ছু ও নিকলী উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক কারার ইকতার আহমেদ আরিফ প্রার্থী হয়ে ভোটাদের সমর্থন কামনা করছেন।
সম্মেলনে কাউন্সিলর বা ভোটারের সংখ্যা ৪৯৭। সম্মেলনে প্রার্থীদের মধ্যে সমজোতার ভিত্তিতে কমিটি গঠণ করা সম্ভব না হলে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে পরবর্তী নেতৃত্ব তৈরি করা হবে বলে দলের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে।
সম্মেলনকে সাফল্যমÐিত করার জন্য কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপি’র সভাপতি শরীফুল আলম, কেন্দ্রীয় বিএনপি’র কার্য নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপি’র সহ-সভাপতি ও বাজিতপুর উপজেলা বিএনপি’র আহবায়ক শেখ মজিবুর রহমান ইকবালসহ কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতৃবৃন্দ সম্মেলনে উপস্থিত থাকবেন বলেও জানা গেছে।