স্টাফ রিপোর্টার, পাকুন্দিয়া : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নিখোঁজের তিনদিন পর জয়নাল (২৮) নামের ভারসাম্যহীন এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার এগারসিন্দুর গ্রামের একটি পরিত্যক্ত পুকুর থেকে তাঁর লাশ উদ্ধার করে পাকুন্দিয়া থানা পুলিশ। জয়নালের বাড়ি গাজীপুরের কাপাসিয়া উপজেলার বীর উজলি শানপাড়া গ্রামে। তিনি ওই এলাকার ইমাম হোসেনের ছেলে।
পরিবারের বরাদ দিয়ে পুলিশ জানায়, জয়নাল একজন ভারসাম্যহীন ব্যক্তি ছিলেন। গত বুধবার কাউকে না জানিয়ে বাড়ি থেকে বের হন তিনি। পরে পরিবারের লোকজন এলাকায় মাইকিং করেও তাঁর কোন সন্ধান পায়নি। এ অবস্থায় গতকাল দুপুর ১২টার দিকে পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর গ্রামের মো. তাজুল ইসলামের পরিত্যাক্ত পুকুরে একটি লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা।
পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়।
পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মেনহাজ উদ্দীন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।