এফএনএস : ময়মনসিংহের গফরগাঁওয়ে শীলা নদীতে নিখোঁজের ২১ ঘণ্টা পর ভেসে উঠেছে স্কুল শিক্ষার্থীর লাশ। মঙ্গলবার সকাল ১১টার উপজেলার রসুলপুর ইউনিয়নের সান্দিয়াইন গ্রামের পাশে শীলা নদীতে অন্যান্যের সাথে ফুটবল খেলা করে গোসল করতে নেমে ওমর ফারুক হোসেন (৭) নিখোঁজ হয়।
পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, মঙ্গলবার দিনভর ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালায়। সন্ধ্যা পর্যন্ত ডুবুরি দল উদ্ধার কাজ করেও ওমর ফারুক হোসেনকে খুঁজে পায়নি। এরপর নিখোঁজের স্বজনরা নৌকা নিয়ে আশেপাশের প্রায় এক/দেড় কিলোমিটার এলাকায় টহল অব্যাহত রাখে। বুধবার (২৬ জুন) সকাল ৮টার দিকে গোসল করতে নামা স্থান থেকে প্রায় এক কিলোমিটার দূরে সান্দিয়াইন মাষ্টার বাড়ির ঘাটে ওমর ফারুক হোসেনের লাশ ভেসে উঠে।
খবর পেয়ে নিহতের স্বজনরা ওই ঘাট এলাকার থেকে শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। এ ঘটনার সত্যতা স্বীকার করেন নিহতের দাদা ও স্থানীয় ইউপির সদস্য সিরাজুল ইসলাম বলেন, মৃত ওমর ফারুক হোসেন সান্দিয়াইন গ্রামের নাজমুল হকের ছেলে। সে পাশ্ববর্তী গাজীপুর শিমুলতলী এলাকার (ছত্তর বাজার) সমির উদ্দিন কিন্ডার গার্ডেন স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
তার মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। গফরগাঁও থানার ওসি (তদন্ত) আবু বকর সিদ্দিক বলেন, এক দিন পর শিশুটির মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। কোন অভিযোগ না থাকায় মরদেহ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।