মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:৪২ পূর্বাহ্ন

নিত্যপেণ্যের দাম নিয়ন্ত্রণ ও ভেজাল প্রতিরোধে পাকুন্দিয়ায় বিশেষ অভিযান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ৪২ Time View

প্রতিনিধি, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) আবু হানিফ : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনশীল রাখতে, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি রোধ, মূল্য তালিকা টানানো না থাকা, ট্রেড লাইসেন্স, ডিলিং লাইসেন্স, অতিরিক্ত দামে পণ্য বিক্রি রোধে পাকুন্দিয়া পৌর বাজারে বিশেষ মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়েছে। বাজারে নিত্যপণ্যের দাম স্থিতিশিল রাখতে গতকাল বৃহস্পতিবার দুপুরে পাকুন্দিয়া পৌর সদর বাজারের মোদী-মনোহারী ও বেকারি দোকানে বিশেষ অভিযান চালানো হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ছামিউল ইসলাম এর নেতৃত্বে বিশেষ টাস্কফোর্স টিমের অভিযানটি পরিচালিত হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কৃষি বিপণন অধিদপ্তর, মাঠ ও বাজার পরিদর্শক এবং স্যানিটারী কার্যালয়ের সমন্বয়ে গঠিত বিশেষ টাস্কফোর্সটি এ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনায় সহায়তা করে সেনাবাহিনী।

অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক হৃদয় রঞ্জন বণিক, ভোক্তা অধিকার এর মাঠ ও বাজার পরিদর্শক শিখা বেগম, পাকুন্দিয়া-কটিয়াদী আর্মি ক্যাম্প এর ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ ইউসুফ, পাকুন্দিয়া সেনেটারী ইন্সপেক্টর লুৎফুর ন্নাহার।

এ সময় ব্যবসায়ীদের সাথে বাজার মূল্য নিয়ে আলোচনা করেন এবং দ্রব্যমূল্য যাতে সহনশীল থাকে সেজন্য ব্যবসায়ীদের আহ্বান জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ছামিউল ইসলাম। তিনি বলেন, বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য সহনশীল রাখতে আমাদের এই মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। মূল্য তালিকা করে দোকানে দোকানে টানোনর নির্দেশ প্রদান করেন।

অভিযানে মূল্য তালিকা না থাকা, পণ্য ক্রয়ের রশিদ সংরক্ষণ না করা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় ও অতিরিক্ত দামে পণ্য বিক্রয়সহ নানা অনিয়ম খতিয়ে দেখা হয়। এসময় পৃথক অপরাধে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১৭হাজার টাকা জরিমানা করা হয়।

আপডেট সংবাদ পেতে শতাব্দীর কন্ঠ পড়ুন, শেয়ার করে সাথে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
All rights reserved © Shatabdir Kantha . Developed by SDTT Academy & Tech Liberty