ভ্রাম্যমাণ প্রতিনিধি : গত রবিবার সন্ধ্যায় কিশোরগঞ্জ বড় বাজার নদীর পাড়ে একজনকে দেখা যায়, পুরাতন অগ্নিনির্বাপক বোতল খোলা আকাশের নীচে নতুন পাউডার ভরে প্রেশার দিয়ে রিফিল করছে। পাশে একজন সিকিউরিটি গার্ডকে দাড়িয়ে থাকতে দেখা যায়। চেষ্টা করেও তাদের নাম জানা সম্ভব হয়নি।
অথচ এগুলো নতুন করে রিফিল করতে হলে প্রয়োজন গুণগত মানের পাউডার এবং নির্দিষ্ট স্থান। কেননা যেখানে সেখানে অগ্নিনির্বাপক যন্ত্র রিফিল করা যেমন জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর তেমনি পরিবেশেরও। শুধু তাই নয় যেকোন মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা।