স্টাফ রিপোর্টার : যশোদল ডিজিটাল শাখা পোস্ট অফিসে গত ৫ জুন, ২০২৪ ইং তারিখ থেকে ‘মেইল অপারেটর’ পদে যোগদানের পর থেকে আজ অবদি নিয়োগপত্র ও বেতন ভাতা না পাওয়ায় যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন উজ্জ্বল ঘোষ।
জানা যায়, গত ৩ জুলাই উজ্জ্বল ঘোষের মোবাইলে আসা ক্ষুদে বার্তার ভিত্তিতে তিনি যশোদল ডিজিটাল শাখা পোস্ট অফিসে উপস্থিত হয়ে উক্ত শাখার সরকারি ল্যাপটপের মাধ্যমে মেইল করে তার নাম ও রোল নম্বর ১৪০৫৫৮১৩ পাঠান। ফিরতি ক্ষুদে বার্তায় উক্ত ল্যাপটপটি নিজ করার মেসেজ আসে। তারপর তিনি তার নাম উজ্জ্বল ঘোষ লিখে পাঠান।
গত ১০ জুন, ২০২৪ ইং তারিখে ল্যাপটটে ইউজার আইডি ৩৪৫৭৮৮ নাম্বার এবং সিস্টেম আইডি ৩৬৭৬ আসে। এর প্রেক্ষিতে উজ্জ্বল ঘোষ বুঝতে পারেন তার যোগদান সফল হয়েছে। তবে, মাস পেরিয়ে গেলেও তার লিখিত নিয়োগপত্র না আসায় তিনি যথাযথ কর্তৃপক্ষকে চিঠি লিখেন। কিন্তু কোন উত্তর না পাওয়ায় তিনি স্থানীয় গণমাধ্যমের দারস্থ হন।