প্রতিনিধি তাড়াইল : নুরুল ইসলাম খান ২০২৪ সালের দাখিল পরীক্ষায় জেনারেল বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করেছে। সে মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা (ঢাকা-১২০৪, যাত্রাবাড়ী মীরহাজীরবাগ) থেকে এ বছর পরীক্ষায় অংশগ্রহণ করেন।
নুরুল ইসলাম খানের পিতা নুরুজ্জামান খান একজন ব্যবসায়ী এবং মাতা লিপা আকতার খানম একজন গৃহিণী। ছেলের এই অসাধারণ সাফল্যে তাঁরা অত্যন্ত আনন্দিত। নুরুল ইসলাম খান ভবিষ্যতে মানবের কল্যাণে কাজ করতে চায়। সে সকলের কাছে দোয়া প্রার্থী যেন তার লক্ষ্য অর্জনে সফল হতে পারে। তার এই কৃতিত্ব পরিবার, বন্ধু-বান্ধব এবং শিক্ষকদের জন্য অনুপ্রেরণা। কঠোর পরিশ্রম ও দৃঢ় সংকল্পের মাধ্যমে সে যেকোনো লক্ষ্য অর্জন করতে পারবে বলে সকলেই আশাবাদী। উল্লেখ্য, দৈনিক শতাব্দীর কন্ঠ পত্রিকার তাড়াইল উপজেলা প্রতিনিধি রুহুল আমিন এর ছোট ভাই নুরুল ইসলাম খান।