স্টাফ রিপোর্টার : নেদারল্যান্ডসকে ২৫ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ^কাপের সুপার এইটে বাংলাদেশ। কিন্তু খেলার শুরুতে এমন জয়ের পাল্লা কিছুটা হলেও ঝুকে ছিল নেদারল্যান্ডের দিকে। তবে শক্তি ও অভিজ্ঞতায় এগিয়ে থাকা বাংলাদেশ দলই জিতল ম্যাচ।
বাংলাদেশ মাত্র ৩ রানে প্রথম ও ২৩ রানে দ্বিতীয় উইকেট হারিয়ে বসলে সেন্ট ভিনসেন্টে টস জিতে নেদারল্যান্ডের ফিল্ডিং নেয়ার সিদ্ধান্ত যথার্থই বলে মনে হচ্ছিল। তবে ধিরে ধিরে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। শুরুতে তানজিদ হাসান, পরে সাকিব ও মাহমুদুল্লাহ মিলে দলীয় স্কোরকে লড়াই করার মতো জায়গায় নিয়ে গেছে।
সাকিব ৪৬ বলে অপরাজিত ৬৪, তানজিদ হাসান ২৫ বলে ৩৫, মাহমুদুল্লাহ ২১ বলে ২৫ এবং জাকির আলী ৭ বলে ১৪ রান করলে ২০ ওভার শেষে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ১৫৯ রান। নেদারল্যান্ডের হয়ে রায়ান ২/১৭, পাউল ভন ২/১৫ এবং টিম প্রিংগেল ২৬ রানে ১ উইকেট নেন।
১৬০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২২ রানে প্রথম ৩২ রানে দ্বিতীয় উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় নেদারল্যান্ডস। তবে বিক্রমজিৎ সিং ও ম্যাক্স ও’ সাকিবের দুই ওভারে ১৯ রান তোলে ঘুরে দাঁড়ায়। দলীয় ৬৯ রানের মাথায় মাহমুদুল্লাহ বিক্রমজিৎ সিংকে আউট করে লড়াইয়ে ফিরে টাইগাররা।
এরপর থেকেই ক্রমশ লড়াইয়ের শক্তি হারিয়ে ফেলে নেদারল্যান্ডস। ২০ ওভার শেষে নেদারল্যান্ডস ৮ উইকেট হারিয়ে ১৩৪ রান তোলে। অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দল।