স্টাফ রিপোর্টার : বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ন্যাশনাল নার্সেস ফোরাম কিশোরগঞ্জ জেলা শাখার আয়োজনে এবং জনস্বাস্থ্য জেনারেল হাসপাতাল এর সার্বিক সহযোগিতায় কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ এর মুক্ত মঞ্চ মাঠে ফ্রী মেডিকেল ক্যাম্পেইন আয়োজন করা হয়।
জনস্বাস্থ্য জেনারেল হাসপাতাল এর ব্যবস্থাপনা পরিচালক খালেদ হাসান জুম্মন এর পরিচালনায় ন্যাশনাল নার্সেস ফোরাম এর কেন্দ্রীয় উপদেষ্টা আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান হয়বতনগর এইউ কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আলেমে দ্বীন হযরত মাওলানা আজিজুল হক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ সেবক আনোয়ার হোসেন। ক্যাম্পে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- কিশোরগঞ্জ জেলা জজ কোর্টের সম্মানিত পিপি এ্যাড. জালাল উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হক, অধ্যাপক জইন উদ্দিন, অধ্যাপক নূরুল হক ।
কিশোরগঞ্জ শহরের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ মেডিকেল ক্যাম্প থেকে চিকিৎসা সেবা গ্রহণ করেন। বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন হরমোন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মাজহারুল হক তানিম, ডা. দিদারুল ইসলাম।