প্রতিনিধি তাড়াইল ঃ দেশের শীর্ষস্থানীয় লাইফ বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড কিশোরগঞ্জ মনিটরিং এরিয়া অফিসে ঈদ পুনর্মিলনী, বীমা দাবি পরিশোধ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘নিশ্চিত ভবিষ্যতের সুহৃদ সাথী’ শ্লোগানকে ধারণ করে সাফল্য ও অগ্রগতির ৪০ বছরের ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড গতকাল কিশোরগঞ্জ মনিটরিং এরিয়া অফিসের আয়োজনে সকাল ১১টায় ঈদ পুনর্মিলনী, মৃত্যু দাবী পরিশোধ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে পর পর তিনবার স্বর্ণপদক প্রাপ্ত সহকারী ভাইস প্রেসিডেন্ট, কিশোরগঞ্জ মনিটরিং এরিয়ার এরিয়া প্রধান একে এম আসাদুল্লাহ খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীমা বিষয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণপ্রাপ্ত পর পর ৯ বার স্বর্ণপদকপ্রাপ্ত, ঢাকা প্রধান কার্যালয়ের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট বাহার উদ্দিন মজুমদার। প্রধান অতিথি হিসেবে ঢাকা প্রধান কার্যালয়ের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট বাহার উদ্দিন মজুমদার বলেন- বেসরকারি খাতে প্রথম জীবন বীমা কোম্পানী হিসেবে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড সফলতার ধারাবাহিকতা ধরে রাখতে আমরা সক্ষম হয়েছি। গ্রাহকের স্বার্থ রক্ষায় আমরা সময়মত বীমা দাবি পরিশোধকে অগ্রাধিকার দিয়ে থাকি। উক্ত অনুষ্ঠানে কিশোরগঞ্জ মনিটরিং এরিয়ার তাড়াইল, করিমগঞ্জ, পাকুন্দিয়া, বাজিতপুর, অষ্টগ্রাম ও নান্দাইল উপজেলার অনেক উন্নয়ন কর্মকর্তা অংশ নেন। অনুষ্ঠান শেষে গ্রাহকের মাঝে মৃত্যু দাবীর চেক হস্তান্তর করেন কোম্পানির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট বাহার উদ্দিন মজুমদার।