আবু হানিফ, পাকুন্দিয়া :
কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার এক কাতার প্রবাসী দীর্ঘ ৩০ বছর পর নিজ বাড়ি ফিরলেন হেলিকপ্টারে চড়ে। গতকাল শনিবার সকাল সাড়ে ১১টায় উপজেলার হোসেন্দী ইউনিয়নের কাতার প্রবাসী দিলোয়ার হোসেন হিরণ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেলিকপ্টারে চড়ে গ্রামের বাড়িতে আসেন। তাকে বহন করা হেলিকপ্টারটি পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়ন স্কুলের মাঠে অবতরণ করেন। এসময় দিলোয়ার হোসেন ও তার পরিবারের লোকজন তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।পরিবারের সদস্যরা ছাড়াও গ্রামবাসী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাদিউল ইসলাম হাদি উপস্থিত ছিলেন। দিলোয়ার হোসেন হিরণ হোসেন্দী পশ্চিম কুমারপুর গ্রামের মো. শামছুরজ্জামান ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন, প্রায় ৩০ বছর আগে পরিবারে সচ্ছলতা ফেরাতে কাতার পাড়ি জমান। সেখানে গিয়ে বিভিন্ন কাজ করে উপার্জন করে পরিবারের পাশে দাঁড়ান। পাশাপাশি এলাকার মসজিদ-মাদ্রাসা ও অসহায় পরিবারকে সহযোগিতা করেন। এর আগেও কয়েকবার বাড়িতেও এসেছেন। তবে পরিবারের ইচ্ছা ও নিজের শখ ছিল একদিন পরিবারের সদস্যদের নিয়ে হেলিকপ্টারে চড়ে গ্রামে আসবেন। সেই শখ পুরণেই আজ (গতকাল) তারা হেলিকপ্টার নিয়ে নিজ গ্রামে ফিরেন।
এ সময় তাদের দেখতে হাজার হাজার মানুষ সেখানে ভিড় করেন।
তাকে দেখতে আসা হোসেন্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাদিউল ইসলাম হাদি বলেন, দিলোয়ার হোসেন হিরণ খুব ভালো মানুষ। গ্রামের যে কারো বিপদ-আপদ হলে তারা এগিয়ে আসেন এবং সাধ্যমতো সহযোগিতা করেন। তারা হেলিকপ্টারে আসছে জেনে হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছে।
এ বিষয়ে প্রবাসী দিলোয়ার হোসেন হিরণ জানান, আমি দীর্ঘদিন কাতারে রয়েছি।
পরিবারের ইচ্ছায় এবার হেলিকপ্টার করে বাড়ি এলাম। বলতে পারেন পরিবার ও নিজেদের শখ পূরণ করতেই এভাবে বাড়ি ফিরেছি। আমরা সবার কাছে দোয়া চাই।