পাকিস্তান : ২৭৪ ও ১৭২
বাংলাদেশ : ২৬২ ও ১৮৫/৪
ফল : বাংলাদেশ ৬ উইকেটে জয়ী।
স্টাফ রিপোর্টার : গতপরশু দিন রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন শেষেই পাকিস্তানের পরাজয় প্রায় নিশ্চিত হয়ে যায়। যেটুকু কিন্তু ছিল তা শুধু রাওয়ালপিন্ডির বৈরি আবহাওয়াকে ঘিরেই। কারণ পঞ্চম দিনে বাংলাদেশের সামনে ছিল অতন্ত সরল সমিকরণ। মাত্র ১৪২ রান করতে হবে, হাতে অক্ষত ১০টি উইকেট।
গতকাল পিন্ডিতে রোদ না হাসলেও আবহাওয়া ছিল খেলার উপযোগি। আর তাতেই দূর হয়ে যায় সকল শঙ্কা। জাকির হাসান, নাজমুল হোসাইন শান্ত, সাদ মান এবং মমিনুল হক’কে হারিয়ে ৫৬ ওভারেই পাকিস্তানকে ৬ উইকেটে নিশ্চিত করে সিরিজ জয়। প্রথম টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটে হারানোর পর দ্বিতীয় টেস্টে ৬ উইকেটের অবিশ্বাস্য জয়ে পাকিস্তানকে ২-০ ব্যবধানে বাংলা ওয়াশ করল নাজমুলের দল।
এ নিয়ে পঞ্চমবার বাংলাদেশ টেস্টে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এর আগে দু’বার করে সিরিজ হারিয়েছে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজকে। তবে এবারের জয়টা পাকিস্তানের মাটিতে বলেই এর মাহাত্ম্য আলাদা। ২০২২ সালে ইংল্যান্ড সিরিজ ছাড়া এই প্রথম ঘরের মাঠে কোনো দলের বিপক্ষে ধবলধোলাই হলো পাকিস্তান। বাংলাদেশের জন্য যা নিশ্চিতভাবেই দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা সাফল্য।
ইতিহাস গড়ার মঞ্চটা টেস্টের চতুর্থ দিনেই গড়ে বাংলাদেশ। প্রথমে হাসান মাহমুদ ও নাহিদ রানার আগুনে বোলিং, পরে জাকির হাসানের আক্রমণাত্মক ব্যাটিংয়ে রাওয়ালপিন্ডি টেস্ট থেকে প্রায় ছিটকে পড়ে পাকিস্তান। চতুর্থ ইনিংসে পাকিস্তানের ১৮৫ রানের লক্ষ্যে খেলতে নেমে গত পরশু বিকেলে ৭ ওভারে ৪২ রান তুলে ফেলে বাংলাদেশ। পঞ্চম দিন জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল ১৪৩ রান। গতকাল ৪ উইকেট হারিয়েই বাংলাদেশ সেই লক্ষ্যে পৌঁছে যায়।
পঞ্চম দিনের শুরুতে ৩৯ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৪০ রানে যখন জাকিরের ইনিংস থামে তখন জয় থেকে বাংলাদেশ ৫৮ রান দূরে। আরেক ওপেনার সাদমানও ইনিংস লম্বা করতে পারেননি। ১৭তম ওভারে খুররাম শেহজাদের অফ স্টাম্পের বাইরের বলে আলগা ড্রাইভ করে ক্যাচ আউট হন তিনি। ২৪ রানে থামে সাদমানের ইনিংস। জোড়া উইকেট পতনের পর নাজমুল ও মুমিনুলের জুটি গড়েন। দুজনের জুটির সৌজন্যে মধ্যাহ্নবিরতির আগেই বাংলাদেশের রান এক শ’ ছাড়ায়।
কিন্তু মধ্যাহ্নবিরতির পর ভুল শট খেলতে গিয়ে আউট হয়েছেন দুজনই। সালমান আলী আগার বলে শর্ট লেগে ক্যাচ তোলেন নাজমুল, পরে আবরারকে মারতে গিয়ে ক্যাচ দেন মুমিনুল। ৮২ বলে ৩৮ রানে থামে নাজমুলের ইনিংস। মুমিনুলের ব্যাট থেকে আসে ৭১ বলে ৩৪। বাকি কাজটুকু সারেন মুশফিক-সাকিব জুটি। মুশফিক ২২ আর সাকিবের ২১ রানে জয়ের তীরে ভিরে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর : পাকিস্তান ১ম ইনিংস- ২৭৪(৮৫.১) সাইম আইয়ুব ৫৮, শান মাসুদ ৫৭, সালমান আগা আলী ৫৪, মেহেদী মিরাজ ৫/৬১, তাসকিন আহমেদ৩/৫৭, নাদিম রানা ও সাবিক ১টি উইকেট পান।
২য় ইনিংস- ১৭২ (৪৬.৪) সালামান আলী আগা ৪৭, রিজওয়ান ৪৩, শান মাসুদ ২৮, সাইম আইয়ুব ২০, হাসান মাহমুদ ৫/৪৩, নাহিদ রানা ৪/৪৪, তাসকিন ১/৪০।
বাংলাদেশ ১ম ইনিংস : ২৬২ (৭৮.৪) লিটন দাস ১৩৮, মেহেদী হাসান মিরাজ ৭৮, হাসান মাহমুদ ১৩, খুররম শেহজাদ ৬/৯০, মীর হামজা ২/৫০, সালমান আলী আগা ২/১৩।
২য় ইনিংস-১৮৫(৪৯) জাকির হাসান ৪০, নাজমুল হোসাইন শান্ত ৩৪, সাদ মান ২৪, মুমিনুল হক ৩৪, মুশফিকুর রহিম ২২ এবং সাকিব আল হাসান ২১। পাকিস্তানের হয়ে মীর হামজা, খুররম শেহজাদ, আবরার আহমেদ এবং সালমান আলী আগা ১টি করে উইকেট শিকার করেন।