অবশেষে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়ে এ বিজয় ছিনিয়ে আনে বাংলাদেশ ক্রিকেট দল। বিজয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে দৈনিক শতাব্দীর কণ্ঠ পরিবারের অভিনন্দন।
টেস্টের শেষ দিনে সাকিব-মিরাজের ঘুর্ণিতে কুপোকাত পাকবাহিনী। দ্বিতীয় ইনিংসে মাত্র ১৪৬ রানে অল-আউট হয়ে গেলে জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় মাত্র ৩০ রান।
মেহেদি হাসান মিরাজ ২১ রানে ৪ এবং সাকিব আল হাসান ৪৪ রানে ৩ উইকেটে শিকার করেন। স্কোর : পাকিস্তান ৪৪৮/৬ ডি. ও ১৪৬ এবং বাংলাদেশ : ৫৬৫ ও ৩০/০।