পাকুন্দিয়া উপজেলার পাকুন্দিয়া ইনস্টিটিউট অব টেকনোলজিতে (মাইজ হাটী, পুলেরঘাট) দুই শতাধিক ছাত্র-ছাত্রীর অংশগ্রহণের মধ্য দিয়ে আনন্দ ট্যালেন্ট অ্যাওয়ার্ড-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
উৎসবমুখর পরিবেশে গত শুক্রবার সকাল ১০টায় পাকুন্দিয়া, কটিয়াদী ও কিশোরগঞ্জ সদর উপজেলার সরকারি, বেসরকারি, কিন্ডারগার্টেন স্কুলের দুই শতাধিক ৫ম শ্রেণীর ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের মেধাবিকাশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে অভিভাকরা। অভিভাবকরা জানান, দীর্ঘদিন পরে হলেও এমন উদ্যোগ গ্রহণ করায় আমরা সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞ। আমাদের সন্তানরা পরীক্ষা আসলেই তাদের মধ্যে একটা প্রতিযোগিতা কাজ করে। সকাল হতেই তারা পরীক্ষা দেওয়ার জন্য চলে এসেছে। বৃত্তি পরীক্ষা একজন শিক্ষার্থীর মেধা যাচাইয়ের একটি সুন্দর মাধ্যম। ছোট বয়সে শিক্ষার্থীরা বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের সাথে বসে পরীক্ষা দেওয়ার মাধ্যমে তাদের নতুন অভিজ্ঞতা ও সাহস যোগায়।
আনন্দ মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজের নির্বাহী পরিচালক ডেন্টাল সার্জন ডা. জিয়া উদ্দিন টিটু বলেন, করোনার পর থেকে সরকার বৃত্তি পরীক্ষা বন্ধ করে দেওয়ায় মেধাবী শিক্ষার্থীরা মেধাবিকাশের সুযোগ পাচ্ছে না। সেই লক্ষ্যে আমাদের এ আয়োজন।
আনন্দ মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজের নির্বাহী পরিচালক ডেন্টাল সার্জন ডা. জিয়া উদ্দিন টিটুর সভাপতিত্বে আনন্দ মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজ কিশোরগঞ্জ জেলা শাখার আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ইসলাম উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনন্দ মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান শহিদুল ইসলাম (রিটন)।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের কম্পিউটার, বাইসাইকেল, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। তাছাড়া অংশগ্রহণকারী সকল ছাত্র-ছাত্রীদের ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।