স্টাফ রিপোর্টার, রাজন সরকার, পাকুন্দিয়া থেকে : ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
গতকাল সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে পরিষদ চত্বরে দিবসটি উপলক্ষ্যে জাতীয় পতাকা উত্তোলন, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করে দিবসটির সূচনা করা হয়। পরে একই স্থানে সততা সংঘের সদস্য, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, স্কাউট সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারী দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকদের সমন্বয়ে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক তরীকুল হাসান শাহীনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. বিল্লাল হোসেন।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার, উপজেলা কৃষি অফিসার মো. নূর-ই-আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওমর ফারুক ভূঁইয়া, একাডেমিক সুপারভাইজার মো. শারফুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য গীতা রানী সাহা, জাহানারা খাতুন, মো. মনিরুল আলম, আ.ন.ম তানভীর হায়দার, রাজন সরকার, দিলিপ রবিদাস প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।