প্রতিনিধি পাকুন্দিয়া : গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গাজীপুরে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ছাত্রদের সংঘর্ষের সময় পুলিশের গুলিতে নিহত কওমী মাদ্রাসার ছাত্র শিফাত উল্লাহর (১৯) পরিবারকে নগদ দুই লাখ টাকা অনুদান প্রদান করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ।
নিহত শিফাত উল্লাহ উপজেলার মুনিয়ারীকান্দা গ্রামের মাওলানা নুরুজ্জামানের ছেলে। সে গাজীপুরের শ্রীপুরের মাওনা জামিয়া ইসলামীয়া এমদাদুল উলুম মাদ্রাসার ছাত্র ছিল।
গতকাল সোমবার দুপুরে পাকুন্দিয়া উপজেলা জামায়াতের উদ্যোগে মুনিয়ারীকান্দা ঈদগাহ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে নিহত শিফাত উল্লাহর বাবা মাওলানা নুরুজ্জামানের হাতে নগদ দুই লাখ টাকা তুলে দেন জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
এসময় বক্তব্য দেন, কেন্দ্রীয় জামায়াতের সাংগঠনিক সম্পাদক ড.সামিউল হক ফারুকী ও কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যাপক মো.রমজান আলী।
এছাড়াও জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ আজিজুল হক, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, সহকারী সেক্রেটারি কাজী সাইফুল্লাহ, পাকুন্দিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য অধ্যাপক আজিজুল হক কাজল, পাকুন্দিয়া পৌর আমির মাওলানা নাজমুল ইসলাম, ছাত্র শিবিরের কিশোরগঞ্জ জেলা দক্ষিণ এর সভাপতি হাসান আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।