প্রতিনিধি, পাকুন্দিয়া, ক. ম মুহিব্বুল্লাহ বচ্চন : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় বুলবুল আহমেদ নামের এক ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়েছে।
গত শনিবার দিবাগত রাতে পার্শ্ববর্তী হোসেনপুর উপজেলার কাওনা বাজার থেকে তাকে গ্রেফতার করে পাকুন্দিয়া থানা-পুলিশ।
বুলবুল আহমেদ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি ওই ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের মতিউর রহমানের ছেলে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার তদন্তে ওই ইউপি চেয়ারম্যানের সম্পৃক্ততা পাওয়া গেছে। গত শনিবার রাতে তাকে গ্রেফতার করে পরদিন রবিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।