প্রতিনিধি পাকুন্দিয়া : পাকুন্দিয়ায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের তিন জন ও ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে একজন প্রার্থিতা প্রত্যাহার করেন। গতকাল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে নির্বাচনে বিএনপি’র অংশগ্রহণ না করার কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেন পাকুন্দিয়া উপজেলা বিএনপি’র যুগ্ম আহŸায়ক ভিপি মোঃ কামাল। আওয়ামী লীগ নেতা প্রফেসর আতাউর রহমান সোহেল পারিবারিক সিদ্ধান্ত ও স্বাস্থ্য গত কারণে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে চেয়ারম্যান পদ থেকে প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দেন। অপরদিকে পারিবারিক ও ব্যক্তিগত কারণ দেখিয়ে পাকুন্দিয়ায় আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদের প্রার্থীতা থেকে নিজেকে প্রত্যাহার করেছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও জেলা শ্রমিক লীগের উপদেষ্টা আতাউল্লাহ সিদ্দিক মাসুদ। গতকাল দুপুরে উপজেলার নারান্দী ইউনিয়নের সনমানিয়া গ্রামের নিজ বাড়িতে সাংবাদিক সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী প্রিন্সিপাল আবুল কাসেম বিপ্লব বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে মনোনয়ন প্রত্যাহার করেন। পাকুন্দিয়া উপজেলায় চেয়ারম্যান পদে যারা চূড়ান্ত হলেন- বর্তমান চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রেনু, এ কে এম দিদার, এ কে এম হাবিবুর রহমান চুন্নু, এমদাদুল হক জুটন এবং হাজী মকবুল হোসেন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে যারা চূড়ান্ত তারা হলেন- আতাউর রহমান, একেএম ফজলুল হক, মোহাম্মদ জুয়েল। মহিলা ভাইস চেয়ারম্যান পদে যারা হলেন- মোছাঃ ললিতা বেগম, শামসুন্নাহার আপেল। কিশোরগঞ্জ জেলা নির্বাচন অফিসার ও নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ মোরশেদ আলম সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। ৬ষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপের তফসিল অনুযায়ী প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল। আর ভোটগ্রহণ হবে ৮ মে।