স্টাফ রিপোর্টার : বৈশাখের প্রচন্ড তাপদাহে ক্লান্ত পথচারীদের ক্লান্তি দূর করতে ও সাময়িক স্বস্তি দিতে পাকুন্দিয়া উপজেলার ‘আমাদের তারাকান্দি’ নামের একটি ফেসবুক গ্রæপের উদ্যোগে বিনামূল্যে ঠান্ডা পানি ও শরবত বিতরণ করা হয়েছে। গত সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত দুইদিন ধরে উপজেলার জাঙ্গালিয়া, তারাকান্দি, আলুস্টোর ও পৌর শহরের সড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নানা শ্রেণি-পেশার মানুষ ও পথচারিদের মধ্যে এসব পানি ও শরবত বিতরণ করছেন এই ফেসবুক গ্রæপের সদস্যরা। পথচারি আজিজুল হক বলেন, সকালে কাজে বের হয়েছিলাম। এই প্রচন্ড গরমে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। কোথাও পানি পান করতে পারছিলাম না। এই ফেসবুক গ্রæপের সদস্যদের পানি বিতরণ করতে দেখে তাদের কাছ থেকে পানি নিয়ে পান করেছি। এখন একটু স্বস্তি ফিরে পেয়েছি। তাদের এ উদ্যোগটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আমাদের তারাকান্দি ফেসবুক গ্রæপের এডমিন আমিনুর রহমান সংগ্রাম বলেন, আমরা গত কয়েকদিনের গরমে লক্ষ্য করেছি, পথচারী, দিনমজুর ও বিভিন্ন গাড়ি চালকসহ সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। চিকিৎসকরাও বলছেন এই গরমে বেশি বেশি পানি পান করতে। কিন্তু রাস্তায় চলাচলরত লোকজন পানি পাবে কোথায়। এই বিষয়টি চিন্তা করেই আমরা মানুষের মাঝে বিশুদ্ধ ঠান্ডা পানি ও শরবত নিয়ে হাজির হয়েছি। গত দুইদিনে ১৫০০ বোতল ঠান্ডা পানি ও তিন ড্রাম শরবত বিতরণ করেছি। এসময় উপস্থিত ছিলেন, ফেসবুক গ্রæপের সিনিয়র এডমিন মোকাররিম, এডমিন এন্ড ক্রিয়েটর সারোয়ার জাহান ঈমন, এডমিন আমিনুর রহমান সংগ্রাম, মডারেটর রিফাত আকন্দ, আশিকুর রহমান ও তাওহীদুল ইসলাম তুহিন প্রমুখ।