প্রতিনিধি, পাকুন্দিয়া, মুহিব্বুল্লাহ বচ্চন : কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এক নম্বর জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বুলবুল আহম্মেদের বিরুদ্ধে এবার ভোট দিয়েছেন সকল সদস্য। গতকাল বুধবার সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনাস্থা প্রস্তাবের উপর এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গোপন ব্যালটের মাধ্যমে ৯ জন সাধারণ সদস্য এবং তিনজন সংরক্ষিত সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে ১২-০ ভোটে প‚র্বের অনাস্থা প্রস্তাবটি গৃহীত হয়।
জানা গেছে, গত ১৭ সেপ্টেম্বর জাঙ্গালিয়া ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সেচ্ছাচারিতা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অনাস্থা প্রস্তাব দেন ১১ জন ইউপি সদস্য। এর প্রেক্ষিতে উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে তদন্তের দায়িত্বভার প্রদান করেন ইউএনও।
প্রাথমিক তদন্ত শেষে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন-২০০৯ এর ৩৫(৫) ধারা অনুযায়ী বিশেষ সভা আয়োজনের বাধ্যবাধকতা থাকায় একই আইনের ৩৫(৯) ধারা মোতাবেক অনাস্থা প্রস্তাবের উপর সিদ্ধান্ত গ্রহণের জন্য উপস্থিত সদস্যদের আহবান জানান।
জাঙ্গালিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান-১ মো. রুহুল আমীন বিশেষ সভা অনুষ্ঠিত হওয়া এবং গোপন ব্যালটে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার তথ্যটি নিশ্চিত করেন। তিনি বলেন, সভায় পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহজাহান। সভায় গৃহীত সিদ্ধান্তের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অনুরোধ করা হয়েছে।