পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শুক্রবার (৯ মে) রাতে এসআই রাকিবুল হাসান সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ পাকুন্দিয়া থানাধীন মির্জাপুর গ্রামের মোর্শেদ উদ্দিনের ছেলে মোঃ রাসেল মিয়া (২৯) এবং একই গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে ফরহাদ (২৮)-কে চোরাই পাওয়ার টিলার মেশিন সহ গ্রেফতার করেন। আসামীদ্বয়কে প্রয়োজনীয় পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। চোরাই পাওয়ার টিলার উদ্ধারের বিষয়টি পাকুন্দিয়া থানার ওসি আসাদুজ্জামান টিটু পিপিএম নিশ্চিত করেন।