স্টাফ রিপোর্টার : পাকুন্দিয়ায় দুইটি চোরাই মোটরসাইকেলসহ সাজন ঘোষ (৩৩) নামে চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গতকাল ভোর রাতে উপজেলার বটতলা চৌরাস্তা এলাকার রয়েল পরিবহনের বাস কাউন্টারের সামনে থেকে তাকে গ্রেফতার করে পাকুন্দিয়া থানা পুলিশ। সাজন পার্শ্ববর্তী কটিয়াদি উপজেলার ভোগ পাড়া গ্রামের হরি ঘোষের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন জেলায় ১৬টি মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পাকুন্দিয়া থানা পুলিশ। পাকুন্দিয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার দিবাগত রাতে চোরাই মোটরসাইকেল উদ্ধারে পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নাজিমুদ্দিনের নেতৃতে অভিযান পরিচালনা করা হয়। এসময় ভোর সাড়ে চারটার দিকে উপজেলার বটতলা চৌরাস্তা এলাকায় পাকুন্দিয়া-ঢাকা পাকা সড়কে রয়েল বাস কাউন্টারের সামনে থেকে দুইটি মোটরসাইকেলসহ সাজনকে গ্রেফতার করা হয়। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু জানিয়েছেন, সাজন আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের একজন সদস্য। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় ১৬টি মামলা বিচারাধীন রয়েছে। তাকে চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার করে গতকাল দুপুরে আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।