প্রতিনিধি, পাকুন্দিয়া, আবু হানিফ : ‘কন্যাশিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে পাকুন্দিয়ায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে।
গতকাল সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে যৌথ আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. বিল্লাল হোসেন স্বাগত বক্তব্য রাখেন পাকুন্দিয়া মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দও।
এ সময় উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা সহকারী কমিশনার ভ‚মি মো. মামুন সরকার, পাকুন্দিয়া উপজেলা বিএনপি যুগ্ম-আহ্বায়ক তৌফিকুল ইসলাম, বিএনপি যুগ্ম-আহ্বায়ক আতাউর রহমান মাসুদ, পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি এস এম মিনহাজ উদ্দিন, পাকুন্দিয়া পৌর সভায় সাবেক প্যানেল মেয়র আ. মোমিন কুদ্দুস প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় থেকে এক অসহায় বিধবা নারীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। তিনি হলেন উপজেলার হোসেন্দী ইউনিয়নের পশ্চিম আতকাপাড়া গ্রামের মো. নুরুল ইসলামের মেয়ে মোছা. সুরমা আক্তার।