পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাড়ির সামনে ডোবার পানিতে ডুবে ফারহানা নামের ১৬ মাসের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের ভিটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ফারহানা ওই গ্রামের সৌদি প্রবাসী আবদুল হাকিমের কন্যা।
পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে শিশুটির মা রান্না ঘরে বসে মাছ কাটছিলেন। অপরদিকে ফারহানা বাড়ির উঠানে খেলা করছিল। একপর্যায়ে মায়ের চোখের আড়ালে বাড়ির সামনে থাকা ডোবায় জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে যায় শিশু ফারহানা।
পরে শিশুটিকে উঠানে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করতে থাকেন মা।
একপর্যায়ে বাড়ির সামনের ডোবায় গিয়ে দেখেন পানিতে ভেসে আছে ফারহানার মরদেহ। তার ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পানি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
পাকুন্দিয়া থানার উপপরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।