পাকুন্দিয়া প্রতিনিধি, এম. সাঈদুল ইসলাম : পাকুন্দিয়ায় তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে নতুন বাংলাদেশ বিনির্মাণে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে শিমুলিয়া স্কুল এন্ড কলেজ মাঠে প্রতিযোগিতা অনুঠিত হয়। পাটুয়াভাঙ্গা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আতাউর রহমান সুরুজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বিল্লাল হোসেন।
এ ছাড়াও উপস্থিত ছিলেন কালিয়াচাপড়া চিনিকল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমজাদ হোসেন তরুন, শিমুলিয়া স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, শরীরচর্চা শিক্ষক মো. শওকত, পাটুয়াভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক মো. ফরিদ উদ্দিন, গর্ভনিং বডির মো. আব্দুল আওয়াল মাস্টার, জাকির হোসেন এমরান ও পাটুয়াভাঙ্গা ইউনিয়নের বিএনপি-জামায়েত ইসলামীর নেতৃবৃন্দ।
খেলায় অংশগ্রহণ করে কুমরী আলীম মাদ্রাসা পাটুয়াভাঙ্গা উচ্চ বিদ্যালয়, কালিয়াচাপড়া চিনিকল উচ্চ বিদ্যালয় ও শিমুলিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ। খেলা শেষে বিজয়ীদেরকে পুরস্কার বিতরণ করে।