পাকুন্দিয়া প্রতিনিধি, মুহিব্বুল্লাহ বচ্চন : জুলাই-আগস্টের ঐতিহাসিক ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে তারুণ্যের ভাবনায় বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে পাকুন্দিয়ায় র্যালি ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. বিল্লাল হোসেন।
এ উপলক্ষ্যে একটি র্যালি উপজেলা পরিষদ থেকে বের হয়ে পাকুন্দিয়া বাজার সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। পাকুন্দিয়া উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর আয়োজন করে।
এ সময় উপজেলা সহকারী কমিশনার ভ‚মি মো. মামুন সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আ. মান্নান, পাকুন্দিয়া পৌর নির্বাহী কর্মকর্তা সৈয়দ শফিকুর রহমান, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. মাজহারুল হক উজ্জল, সদস্য-সচিব মো. শাহীন আলম জনী, ছাত্র সমন্বয়ক মো. সানীসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. বিল্লাল হোসেন জানান, নতুন বাংলাদেশ বিনির্মাণে তারুন্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে গতকাল থেকে পাকুন্দিয়া উপজেলায় বিভিন্ন কর্মসূচি শুরু হয়েছে।
এ লক্ষ্যে আগামী ১৫, ১৬, ১৮ জানুয়ারী ২০২৫ উপজেলা পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতা, আগামী ২০ জানুয়ারী উপজেলা পর্যায়ের কর্মশালা, ২৩ জানুয়ারী উপজেলায় যুব সমাবেশ ও বিভিন্ন ধরনের মেলা এবং আগামী ২৮ জানুয়ারী উপজেলায় ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।