আবু হানিফ, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ডোবার পানিতে ডুবে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার চরতেরটেকিয়া মাধুয়া ডোবায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার চরতেরটেকিয়া গ্রামের আসাদ মিয়ার ছেলে আবদুল্লাহ (৯) এবং চরকাওনা মধ্যপাড়া গ্রামের উজ্জল মিয়ার ছেলে তামহীদ (১০)। তারা দুজন চরকাওনা রিয়াজুল জান্নাত হাফিজিয়া কওমী মাদ্রাসার শিক্ষার্থী।
গতকাল শুক্রবার দুপুরে চরকাওনা স্কুল মাঠে ফুটবল খেলছিল ওই দুইজনসহ সমবয়সী আরও অনেকে। খেলা শেষে মাধুয়া ডোবায় যায় তারা। ডোবা থেকে শাপলা ফুল তুলতে পানিতে নামে তিনজন। সাঁতার না জানায় তারা পানিতে ডুবে যান। তা দেখে ডোবার পাড়ে থাকা অন্যরা চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে তাদের তিনজনকে উদ্ধার করেন। কিন্তু ঘটনাস্থলেই তামহীদ মারা যায়। মুমূর্ষ অবস্থায় আবদুল্লাহকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয় তার।
চরফরাদী ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান, পানিতে ডুবে দুই শিক্ষার্থী মারা যাওয়ার তথ্যটি নিশ্চিত করেছেন।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আসাদুজ্জামান টিটু (পিপিএম-সেবা) বলেন, ঘটনায় একজনের মৃত্যুর খবর শুনেছি। খোঁজ নিয়ে দেখছি।