প্রতিনিধি পাকুন্দিয়া : পাকুন্দিয়ায় গত মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে আশুতিয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে পূর্ব পাশের ইটের সলিং রাস্তার থেকে এসআই(নিঃ) মোঃ জামিল হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে অভিযানে উপজেলার পুরাতন আশুতিয়া গ্রামের মোঃ দুলাল মিয়ার ছেলে সাবিবুল হাসান সাকিব (২২) কে ৫২পিস এম্যাফিটামিন সমৃদ্ধ ইয়াবা ট্যাবলেট (৫.২ গ্রাম ওজনে যার বাজার মূল্য ১৫,৬০০/-টাকা) সহ গ্রেফতার করা হয়েছে।
মাদক উদ্ধারের ঘটনায় পাকুন্দিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ মামলা রুজু করা হয়েছে। পাকুন্দিয়া থানা ওসি আসাদুজ্জামান টিটু পিপিএম সত্যতা নিশ্চিত করে জানান আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।