মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:২৪ পূর্বাহ্ন

পাকুন্দিয়ায় পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজা সহ ৩ জন গ্রেফতার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ১১৮ Time View

স্টাফ রিপোর্টার, পাকুন্দিয় : কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভাস্থ বরাটিয়া চৌরাস্তা বাজার থেকে এসআই সোহরাব হোসেন, আবু সাদেক, সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে অভিযানে

হযরত আলী (৫২), পিতা মোসলেহ উদ্দিন মেম্বার, গ্রাম-কুরতলা, আলাল লালু (২৮), পিতা পন্ডিত মিয়া, গ্রাম-ঝাউগার চর (আলী শাহ বাজার), ছোটন (৩৫), পিতা লাল মিয়া, গ্রাম-মির্জাপুর, সকলে বাড়ি একেই উপজেলার পাকুন্দিয়ায়। গ্রেফতারকৃত তিন জনের নিকট থেকে অনুমানিক ১০,০০০/- টাকা মূল্যের ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

মাদক উদ্ধারের ঘটনায় পাকুন্দিয়া থানার এফআইআর নং-১৭, তারিখ-২৭ জুন ২০২৪; ধারা- ৩৬ (১) সারণির ১৯ (ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতার করে। এ বিষয়ে পাকুন্দিয়া থানার ওসি আসাদুজ্জামান টিটু পিপিএম সততা নিশিত করে বলেন, আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আপডেট সংবাদ পেতে শতাব্দীর কন্ঠ পড়ুন, শেয়ার করে সাথে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
All rights reserved © Shatabdir Kantha . Developed by SDTT Academy & Tech Liberty