স্টাফ রিপোর্টার : পাকুন্দিয়ায় পুলিশের দায়ের কোপে পুলেরঘাট বাজারের ব্যবসায়ী ও কিশোরগঞ্জ সদর উপজেলার জালুয়া পাড়া গ্রামের তপন কুমার পাল (৫৫) মারাত্মক জখম হওয়ার অভিযোগ পাওয়া গেছে। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন। গত রবিবার (২৮ এপ্রিল) পাকুন্দিয়া উপজেলার পুলেরঘাট বাজারের ব্যবসায়ী ও কিশোরগঞ্জ সদর উপজেলার জালুয়া পাড়া গ্রামের তপন কুমার পাল পাকুন্দিয়া থানায় এক অভিযোগে উল্লেখ করেন, গত ২৭ এপ্রিল শনিবার রাত সাড়ে ৯টার দিকে অভিযুক্ত পুলিশ বিভাগে চাকুরিরত সজল দত্ত রায়ের তার ভাই স্বপন দত্ত রায়ের বাসা ভাড়া নেয়ার জন্য গেলে সজল দত্ত রায় ক্ষিপ্ত হয়ে দা দিয়ে উপর্যপুরী কোপিয়ে মারাত্মক জখম করে। পরে তাকে কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে বিষয়টি পুলিশ সেবা-৯৯৯ এ কল করলে পাকুন্দিয়া থানাধীন আহুতিয়া পুলিশ ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এলাকাবাসী সুত্রে জানা যায়, পারিবারিক কলহের কারণে এ ঘটনাটি ঘটে। সজল দত্ত রায় পাকুন্দিয়া উপজেলার আদর্শপাড়া গ্রামের মৃত তপন দত্ত রায়ের ছেলে এবং বর্তমানে ঢাকা কোতোয়ালি থানার এ এস আই বলে জানা যায়। এ ব্যাপারে (২৮ এপ্রিল) রবিবার তপন কুমার পাল পাকুন্দিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছে। অভিযোগের বিষয়ে পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান টিটু (পিপিএম সেবা)’র কাছে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।