প্রতিনিধি, পাকুন্দিয়া : পাকুন্দিয়ায় পল্লী বিদ্যুতের পৌরসভার লাইনের সাথে অন্তর্ভ‚ক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি কর্মস‚চি পালন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে পৌরসভার ৭ ও ৮নং ওয়ার্ডবাসীর উদ্যোগে এ কর্মস‚চি পালন করা হয়।
জানা গেছে, পৌরসভার অন্তর্ভ‚ক্ত হওয়া সত্তে¡ও ৭ ও ৮নং ওয়ার্ড দুটি পৌরসভার বিদ্যুৎ লাইনের সাথে সংযুক্ত নয়। এতে ওই দুই ওয়ার্ডের নামালক্ষীয়া, ঠাডাকান্দা, রথখলা, বরাটিয়া, চালিয়াগোপ, দিয়াপাড়া, কুড়তলা ও মুরুরা গ্রামের গ্রাহকেরা কাঙ্খিত বিদ্যুৎ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এর পরিপ্রেক্ষিতে ওয়ার্ড দুটি পৌরসভার বিদ্যুৎ লাইনের সঙ্গে সংযুক্ত করার দাবি জানিয়ে বিক্ষোভ প্রদর্শন ও পল্লী বিদ্যুতের ডিজিএম বরাবরে স্মারকলিপি দিয়েছেন তারা।
গতকাল বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে ওই দুই ওয়ার্ডের শতশত বাসিন্দা প্রখর রোদ উপেক্ষা করে পৌরসদরে বিক্ষোভ কর্মস‚চি পালন করে। এসময় তারা ‘পৌরসভার বিদ্যুৎ দে’ শ্লোগান দেন। পরে তারা পাকুন্দিয়া পল্লী বিদ্যুৎ অফিসে গিয়ে ডিজিএমের কাছে স্মারকলিপি দেন।
নামালক্ষীয়া গ্রামের বাসিন্দা রুস্তম আলী বলেন, পৌরসভার লাইনে লোডশেডিং কিছুটা কম। আমরা পৌরসভার বাসিন্দা হওয়া সত্তে¡ পৌর লাইনের সাথে আমাদের ওয়ার্ড সংযুক্ত নয়। এতে অসহনীয় লোডশেডিংয়ের কবলে পড়েছি আমরা। ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকেনা।
তিনি দাবি করেন, এর আগে পৌরসভার বিদ্যুৎ লাইনের সঙ্গে ওই দুটি ওয়ার্ডও সংযুক্ত ছিল। কিন্তু বছর দুয়েক আগে লাইনটি বিচ্ছিন্ন করা হয়। আমরা পৌরসভার বিদ্যুৎ লাইনের সঙ্গে অন্তভর্‚‚ক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি কর্মস‚চি পালন করেছি। অতি দ্রæত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ওয়ার্ড দুটিকে পৌরসভার লাইনের সঙ্গে সংযুক্ত করবেন বলে আশা করছি।
এ ব্যাপারে পল্লী বিদ্যুতের পাকুন্দিয়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. শহীদুল আলম বলেন, ‘লিখিত আবেদন পেয়েছি। এটি হেড অফিসে পাঠানো হবে। হেড অফিসের সিদ্ধান্ত যা আসবে, তা বাস্তবায়ন করা হবে’।