স্টাফ রিপোর্টার ঃ পাকুন্দিয়ায় প্রচারণা শুরুর আগেই আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ওঠেছে চেয়ারম্যান পদের প্রার্থী এমদাদুল হক জুটনের বিরুদ্ধে। গত (১৭ এপ্রিল) বুধবার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বৈধতা পেয়েই তিনি রঙিন ব্যানার ব্যবহার ও সমাবেশ করে প্রচারণা চালান। আর এমন প্রচারণা তিনি তার ব্যক্তিগত ফেসবুকে লাইভ করেছেন। ফেসবুক লাইভে দেখা যায়- একটি টেবিল পেতে কয়েকশত মানুষের সামনে তিনি ও তার সমর্থকেরা হ্যান্ড মাইকে বক্তব্য রাখছেন। তার পাশেই টানানো রয়েছে রঙিন ব্যানার। যেখানে তিনি চেয়ারম্যান প্রার্থীর ব্যানার টানিয়ে জনগণের কাছে ভোট চাচ্ছেন। জানা গেছে, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে পাকুন্দিয়া উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল। প্রতীক বরাদ্দের পরে প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে পারবেন। তবে সেই আচরণবিধি লঙ্ঘন করে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বৈধতা পেয়েই চেয়ারম্যান পদের প্রার্থী এমদাদুল হক জুটন প্রচারণা শুরু করেছেন। চেয়ারম্যান পদের প্রার্থী এমদাদুল হক জুটনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে পরে কথা বলবেন বলে ফোন কেটে দেন। জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ মোরশেদ আলম জানান, বিষয়টি আমার জানা নেই। আচরণ বিধি দেখাশোনার জন্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হবে। তারা বিষয়গুলো দেখশোনা করবেন। আমার উপজেলা নির্বাচন কর্মকর্তাকে বিষয়টি জানাবো। এবং প্রার্থীর সাথে কথা বলে আবারও সাবধান করে দিব। ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের মনোনয়নপত্র বাছাই ১৭ এপ্রিল, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৮ থেকে ২০ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল। আর ভোটগ্রহণ হবে ৮ মে।